‘তোমার সঙ্গে এ পারে না, দেখা হবে ওপারে!’

রাজবাড়ী প্রতিনিধি
১৭ জুন ২০২৫, ০৯:১০
শেয়ার :
‘তোমার সঙ্গে এ পারে না, দেখা হবে ওপারে!’

পরিবারের স্বপ্ন পূরণে ও নিজের ভাগ্যে বদলের আশায় জীবন বাজি রেখে পাড়ি জমিয়েছিলেন ইরাকে। স্বজনদের মুখে হাঁসি ফোটাতে চেয়েছিলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফকির পাড়ার যুবক জসিম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সব স্বপ্ন থেমে যায় কর্মস্থলে এক ভয়াবহ দুর্ঘটনায়।

পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার বিকেলে কর্মস্থলে হঠাৎ ভয়াবহ একটি জেনারেটর বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান জসিম। স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতেই ঘটে এ দুর্ঘটনা।

নিহতের স্ত্রী অনন্যা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি তখন ওর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। জসিম একটি কক্ষে আটকা পড়ে যায়। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ও আমাকে বলেছিল, ‘‘তোমার সঙ্গে এ পারে আর দেখা হবে না, দেখা হবে ওপারে।’’ এ কথাগুলো বারবার কানে বাজছে, আমি কিছুতেই মেনে নিতে পারছি না।’

নিহতের চাচা শ্বশুর শফিক শামীম বলেন, ‘মাত্র ছয় মাস আগে ভিডিও কলে তাদের বিয়ে হয়। রবিবার এমন আকস্মিক মৃত্যু, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়।’

এদিকে জসিমের অকাল মৃত্যুতে দৌলতদিয়া ফকির পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।