জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করলেন পরিবেশ গবেষক রোকনুজ্জামান

অনলাইন ডেস্ক
১৬ জুন ২০২৫, ২১:৪৩
শেয়ার :
জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করলেন পরিবেশ গবেষক রোকনুজ্জামান

জলবায়ু ও পরিবেশ গবেষক মো. রোকনুজ্জামানকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সাতক্ষীরার দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) লেভেল-৫ ও সেমিস্টার-২-এর ছাত্র মো. রোকনুজ্জামান।

জিডিতে রোকনুজ্জামান লেখেন, ‘আমি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্লোবাল কমিউনিটির একজন সদস্য এবং আন্তর্জাতিক পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন আর্থ ডে ডট ওআরজি’র স্বেচ্ছাসেবী সদস্য। আমি দীর্ঘ দিন ধরে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক বিভিন্ন লেখালেখি, সচেতনতামূলক আর্টিকেল ও প্রতিবেদন প্রকাশ করে আসছি, যেগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্রিকায় বিভিন্ন মহলে সমাদৃত হয়েছে।’  

জিডিতে রোকনুজ্জামান আরও লেখেন, ‘সম্প্রতি আমি লক্ষ্য করছি, আমার এই লেখালেখির কারণে একটি প্রভাবশালী মহল বিশেষ করে কিছু শিল্পপ্রতিষ্ঠান ক্ষুব্ধ হয়ে উঠেছে। গত এপ্রিলে আমি থাইল্যান্ডের মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সফরে ছিলাম। এরপর দেশে ফিরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পর গত ১০ জুন বিকেল সাড়ে ৪টার দিকে আমার বাড়িতে একটি অজ্ঞাতনামা হুমকিমূলক চিরকুট একটা সাদা খামে করে ফেলে দিয়ে যায়। ওই চিরকুটে আমাকে স্পষ্টভাবে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত লেখালেখি বন্ধ করতে হমকি দেওয়া হয়েছে। না মানলে জীবননাশের হুমকিও দেওয়া হয়েছে। আমি এই ঘটনার কারণে মানসিকভাবে আতঙ্কগ্রস্ত এবং আমার ভবিষ্যৎ নিরাপত্তা ও পরিবারের সুরক্ষা নিয়ে চিন্তিত।’

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। সাধারণ ডায়েরির ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’