জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
১৬ জুন ২০২৫, ২০:২৬
শেয়ার :
জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন স্থগিত

জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হচ্ছে না। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র কর্তৃপক্ষ আগামী ২৮ জুনের জন্য বরাদ্দ করা হল বাতিল করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

জাতীয় পার্টি জানিয়েছে, আগামী ২৮ জুন শনিবার বেলা ১১টায় তাদের দশম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ লক্ষ্যে আগেই হল বরাদ্দের জন্য বুকিং দেওয়া হয়েছিল। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, ওই দিন প্রধান উপদেষ্টার বাজেটসংক্রান্ত সেমিনার আয়োজনের জন্য হলটি বরাদ্দ বাতিল করা হয়েছে।

জাতীয় পার্টির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হল বরাদ্দ পাওয়া সাপেক্ষে সম্মেলনের নতুন তারিখ ও সময় পরে জানিয়ে দেওয়া হবে। বিষয়টি আজ প্রধান নির্বাচন কমিশনারকে চিঠির মাধ্যমে অবহিত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।