ইরানে থাকা বাংলাদেশিদের সহায়তায় হটলাইন নম্বর চালু

অনলাইন ডেস্ক
১৬ জুন ২০২৫, ২০:০৮
শেয়ার :
ইরানে থাকা বাংলাদেশিদের সহায়তায় হটলাইন নম্বর চালু

ইরানে থাকা বাংলাদেশিদের সহায়তায় হটলাইন নম্বর চালু করা হয়েছে হয়েছে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইরানে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকদের এবং বাংলাদেশে তাদের স্বজনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা ইমার্জেন্সি হটলাইন স্থাপন করেছে। ইরানে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকগণ এবং বাংলাদেশে তাদের স্বজনরা জরুরি প্রয়োজনে দূতাবাসের ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিম্নোক্ত মোবাইল ফোন নম্বরগুলোতে (হোয়াটসঅ্যাপসহ) সরাসরি যোগাযোগ করতে পারেন।

বাংলাদেশ দূতাবাস, তেহরান- হটলাইন:

১। +৯৮৯৯০8577368

২। +৯৮৯১২২০৬5745

পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা- হটলাইন:

+৮৮০১৭১২০১২৮৪৭

May be an image of text that says 'পররাক্ট্র মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকা ក្ក្យបេកជាត កម្សម្ប * MINISTRY OF FOREIGN AFFAIRS GOVERNMENT OF TH PEOPLE'S REPUBLIC BANGLADESH DHAKA সরকার गর প্রেস বিজ্ঞপ্তি ঢাকা, সোমবার, ১৬ জুন ২০২৫ ইরানে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকদের এবং বাংলাদেশে তাদের স্বজনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বতমান উদৃভূৃত পরিস্থিতিতে জরুরী প্রয়োজনে যোগাযোগের জন্য তেহরানস্থ বাংলাদেশ দৃতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা ইমার্জেন্সী হটলাইন স্থাপন করেছে। ইরানে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকগণ এবং বাংলাদেশে তাদের স্বজনরা জরুরী প্রয়োজনে দৃতাবাসের ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিশ্নোক্ত মোবাইল ফোন নম্বরগুলোতে (WhatsApp-2) সরাসরি যোগাযোগ করতে পারেন: বাংলাদেশ দুতাবাস, তেহরান- হটলাইন: ১। +৯৮৯৯০৮৫৭৭৩৬৮ ২। +৯৮৯১২২০৬৫৭৪৫ পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা- হটলাইন: +4o590789'