পদ্মার দুই ইলিশ ২০ হাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি
১৬ জুন ২০২৫, ১৭:৫৩
শেয়ার :
পদ্মার দুই ইলিশ ২০ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বড় আকৃতির দুইটি ইলিশ। জেলে করিম হলদারের জালে ধরা পড়া ইলিশ দুইটির মোট ওজন ৪ কেজি ২০০ গ্রাম।

আজ সোমবার ভোর ৪টার দিকে দৌলতদিয়া কলাবাগান এলাকার পদ্মা নদীতে ইলিশ দুইটি ধরা পড়ে।

পরে সকাল ১০টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ সম্রাট ইলিশ দুইটি প্রতি কেজি ৪ হাজার ৭০০ টাকা দরে মোট ১৯ হাজার ৭৪০ টাকায় ক্রয় করেন।

এরপর তিনি ইলিশ দুইটি খুলনার এক মাছ ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ৪ হাজার ৮০০ টাকা দরে মোট ২০ হাজার ১৬০ টাকায় বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ সম্রাট বলেন, ‘এই মৌসুমে পদ্মা নদীতে বড় আকৃতির ইলিশ ধরা পড়ছে। তবে বাজারে ইলিশের চাহিদা থাকার কারণে দাম একটু বেশি। আজকের ইলিশ দুইটি ওজন ও সৌন্দর্যের দিক থেকে ছিল দারুণ। ক্রেতারাও খুব আগ্রহ দেখিয়েছে। তাই একটু চড়া দামে বিক্রি হয়েছে।