প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে গুরুতর আহত দুই ভাই
পিরোজপুরের মঠবাড়িয়ায় পৈত্রিক জমি নিয়ে বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে দুই সহোদরকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল রবিবার দিবাগত রাত এগারোটার দিকে পৌর শহরের দক্ষিণ বন্দর মহল্লায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- দক্ষিণ বন্দর মহল্লর মৃত জাফর আহম্মেদ সেলিম বায়াতির ছেলে মহিউদ্দিন ইমরান মাহিম (২৫) ও মুবিন (১৮)। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
স্থানীয়দের সূত্র জানায়, পৌর শহরের দক্ষিণ বন্দর মহল্লার রফিকুল ইসলাম জালাল বয়াতি পৈত্রিক সম্পত্তি বিক্রি করার শর্তে ইতি বেগম থেকে ছয় লক্ষ ২৫ হাজার টাকা নগদ গ্রহণ করেন। কিন্তু ওই জমির মালিকানা নিয়ে বোনদের সঙ্গে বিরোধ থাকায় জমির রেজিস্ট্রি করতে পারেননি। ফলে ক্রেতা-বিক্রেতার মধ্যে বিরোধ দেখা দিলে জালাল বয়াতি টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করে একটি চেক প্রদান করেন। পরে ওই চেকের সূত্র ধরে ব্যাংকের ওই একাউন্ট নাম্বারে টাকা না থাকায় ইতি বেগম তার নামে আদালতে মামলা করেন। বর্তমানে আদালতে মামলা চলমান রয়েছে।
গতকাল রবিবার দিনগত রাত ১১ টার দিকে ক্রেতা ইতি বেগম ওই জমিতে ঘর উত্তোলনের জন্য বাড়ির মধ্যে বালি নিয়ে আসেন। এ সময় জালাল বয়াতির ছেলে ও ছোট ভাই সেলিমের দুই ছেলে ঘর উত্তোলনে বাঁধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এসময় ক্রেতা ইতি বেগম ও তার বোন মরিয়ম আক্তার সুরমার ভাড়াটে মোজাম্মেল মাওলানার ছেলে জুবায়েরসহ তার দলবল নিয়ে মহিউদ্দিন ইমরান মাহিম ও মুবিনকে কুপিয়ে গুরুতর জখম করে।
আহতদের মা নুপুর আক্তার বলেন, ‘আমাদের জমি অবৈধভাবে দখল করতে আসলে আমার দুই ছেলেসহ ভাশুরের ছেলে বাঁধা দেয়। এর জেরে ইতি বেগম ও তার ননদ মরিয়ম আক্তারের ভাড়া করা সন্ত্রসী মোজাম্মেল মাওলানার ছেলে জুবায়েরসহ তার দলবল আমার ছেলেদের কুপিয়ে জখম করে।’
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’