‘২০২৬ সালের নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে’

অনলাইন ডেস্ক
১৬ জুন ২০২৫, ১৬:৩৯
শেয়ার :
‘২০২৬ সালের নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে।

আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।

সারজিস আলম লেখেন, ‘অভ্যুত্থানের সময় তারা রেমিটেন্স শাটডাউন দিয়ে অভ্যুত্থানকে কয়েক ধাপ এগিয়ে দিয়েছে। দেশের অর্থনীতির ভিত্তি দাঁড়িয়ে আছে যে দুইটি পিলারের উপর, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে প্রবাসীর ভাইদের পাঠানো রেমিটেন্স। আর যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অধিকার- ভোটাধিকারের প্রশ্ন আসে, তখন মুখে কুলুপ কেন?’

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে সারজিস লেখেন, ‘কোন প্রক্রিয়ায় সবচেয়ে সহজে, স্বচ্ছভাবে এই ভোটাধিকার নিশ্চিত করা যায় সেটা নির্বাচন কমিশন ঠিক করুক। কিন্তু ২০২৬ সালের নির্বাচনে প্রবাসী ভাই-বোনদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে।’