ডেঙ্গু কেড়ে নিল স্কুলছাত্রীর প্রাণ

গলাচিপা প্রতিনিধি
১৬ জুন ২০২৫, ১৬:০৬
শেয়ার :
ডেঙ্গু কেড়ে নিল স্কুলছাত্রীর প্রাণ

পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বিথি দেবনাথ (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী মারা গেছে। গতকাল রবিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়াও আজ সোমবার পর্যন্ত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন বয়সের ৯জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

জানা গেছে, বিথি দেবনাথ গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বড় চৌদ্দআনী গ্রামের অবনি অশোক দেবনাথের মেয়ে। সে উলানিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশ নিয়েছিল।

বিথির ফুফু অবনি দেবনাথ বলেন, ‘বিথি গত শুক্রবার পেটে ব্যাথা ও বমি করলে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে চিকিৎকরা উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করে। পরবর্তীতে সেখানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করি। পরে গতকাল রবিবার ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় বিথি মারা যায়।’

গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন জানান, গলাচিপায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং বর্তমানে ৯ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। তবে তারা নিয়মিত পরিচর্চা ও নিয়মাবলি মেনে চললে অতি দ্রুত তাদের উন্নতি ঘটবে।

এ বিষয়ে গলাচিপা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল আলম বলেন, ‘গলাচিপা পৌরসভায় মশার উপদ্রব শুরু হয়েছে। এ বছর পৌরসভার কর্তৃপক্ষকে মশার ঔষধ ছিটাতে দেখিনি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে পৌরসভা কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে ডেঙ্গু মহামারি আকারে রূপ নেবে। এখন গলাচিপা পৌরসভার প্রত্যেকটা মানুষের মাঝে ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে একজন শিক্ষার্থী মারা গিয়েছে।’

গলাচিপা পৌর প্রশাসক মো. মাহমুদুল হাচান বলেন, ‘আমরা গলাচিপায় জরুরি ভিত্তিতে ময়লা আবর্জনা পরিষ্কার করার নির্দেশ দিয়েছি। আমাদের ওষুধ ক্রয়ের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। ওষুধ পাওয়া মাত্রই ফগিং এবং লার্ভাসাইটিং এর কাজ দ্রুত শুরু করা হবে। যারা ইতিমধ্যেই ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন, ওষুধসহ অন্য যে কোনো সমস্যায় উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।’