মানুষ না খেয়ে থাকতে রাজি আছে, ভোট না দিয়ে নয়: মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘দেশের মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছে। দেশের মানুষ না খেয়ে থাকতে রাজি আছে, তবে ভোট না দিয়ে থাকতে রাজি নয়। দেশে তিন তিনটা নির্বাচন হয়েছে, দেখেছেন তো দেশের মানুষ তা মেনে নেয়নি।’
আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন নেতার সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠক শেষে ব্রিফিং করেন বৈঠকে অংশ নেওয়া ড. আব্দুল মঈন খান।
তিনি বলেন, ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা বাণিজ্যের প্রসার ও দুদেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। সারাহ কুক জানিয়েছেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
মঈন খান বলেন, সারাহ কুকের সঙ্গে মধ্যেপাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি শান্তিময় বিশ্ব দেখতে চায়।
বৈঠকে বিএনপির পক্ষে আরও উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?