তেহরানের ‘পুরো আকাশ’ দখলে নেওয়ার দাবি ইসরায়েলের
ইরানের রাজধানী তেহরানের আকাশসীমা নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন দাবি করেছেন, তারা তেহরানের আকাশসীমার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।
এই কর্মকর্তা বলেন, ‘আমরা ইরান সরকারের এক তৃতীয়াংশ মিসাইল লঞ্চার ধ্বংস করে ফেলেছি।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
গত শুক্রবার ইরানের ওপর এক নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল। এতে শীর্ষ সেনা কর্মকর্তাসহ পরমাণু বিজ্ঞানী ও উর্ধ্বতন কর্মকর্তারা নিহত হন। তেহরান দাবি করেছে, হামলায় ৭৮ জন প্রাণ হারিয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এরপর শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েল ও ইরান। এতে উভয় দেশেই বহু মানুষ হতাহত হয়েছেন। ইসরায়েলি সরকার জানিয়েছে, ইরান মোট ২০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইসরায়েলে। অন্তত ২২টি এলাকায় আঘাত হেনেছে এই মিসাইল ও ড্রোন। ১৩ জন নিহত হওয়ার পাশাপাশি ৩৮০ জন ইসরায়েলি হামলায় আহত হয়েছে। তাদের দাবি, হতাহতদের মধ্যে শিশুও রয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস