চাকরির প্রলোভনে এটিএম বুথে পোশাক শ্রমিককে ধর্ষণ, থানায় মামলা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
১৬ জুন ২০২৫, ১৪:৫৬
শেয়ার :
চাকরির প্রলোভনে এটিএম বুথে পোশাক শ্রমিককে ধর্ষণ, থানায় মামলা

গাজীপুরের শ্রীপুরে চাকরির প্রলোভনে এটিএম বুথের ভেতরে নিয়ে এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গতকাল রবিবার রাতে থানায় মামলা করেছেন। 

উপজেলার তেলিহাটি ইউনিয়নের মূলাইদ গ্রামের এমসি বাজার এলাকার তালহা স্পিনিং মিলস্ লি. এর গেইট সংলগ্ন ডাচ্ বাংলার এটিএম বুথে ঘটেছে এমন ঘটনা। 

অভিযুক্ত মো. লিটন মিয়া (৪০) ওই এটিএম বুথের কর্মচারী। তিনি উপজেলার মুলাইদ গ্রামের আতাবুদ্দিন উরফে মুছার বাড়িতে ভাড়া থেকে ওই বুথে চাকরি করেন। 

জানা যায়, ভিকটিম মূলাইদ গ্রামের একতা কম্পোজিট নামক কারখানায় ৬ হাজার টাকা শ্রমিকের চাকরি করেন। ওই এটিএম বুথ থেকে ভিকটিম বেতনের টাকা উত্তোলন করতেন। সে সূত্রে অভিযুক্ত ভিকটিমকে চিনতেন। কিছুদিন ধরে অভিযুক্ত ভিকটিমকে ১২ হাজার টাকা বেতনের চাকরি নিয়ে দেওয়ার প্রলোভন দেখান। 

রবিবার সকাল ছয়টার দিকে অভিযুক্ত লিটন মোবাইলে ফোনে ভিকটিমের বাবাকে জানায়, মেয়ের চাকরি হয়েছে। তাকে দ্রুত পাঠিয়ে দিতে। লিটনের এমন সংবাদে ভিকটিম ওই এটিএম বুথে যায়। দীর্ঘ সময় লিটন ভিকটিমকে বুথে বসিয়ে রাখে।পরে সকাল ১০টার দিকে লিটন ভিকটিমকে একা পেয়ে বুথের ভেতর ধর্ষণ করে।

সেখান থেকে ছাড়া পেয়ে ভিকটিম বিষয়টি তার বাবাকে জানায়। ঘটনার পরপরই অভিযুক্ত বুথ থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করেন।

ভিকটিমের বাবা অভিযোগ করে বলেন, ‘আমার মেয়ে কম বেতনে চাকরি করতো। লিটন মেয়েকে বেশি বেতনে চাকরির প্রলোভন দেখায়। চাকরিতে যোগদানের কথা বলে এটিএম বুথে নিয়ে তাকে ধর্ষণ করে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ 

জানতে চাইলে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। র্ভিকটিমকে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।