ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৫, ১৪:৩৮
শেয়ার :
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ইসরায়েলের হামলা

ইসরায়েল ইরানের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালাচ্ছে। আজ সোমবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী এ কথা জানিয়েছে। দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের মধ্যে গত তিনদিন ধরে চলা সংঘাতের এটি সর্বশেষ পদক্ষেপ।  

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর মুখপাত্র নাদাভ শোশানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক পোস্টে লিখেছেন, ‘আইডিএফ বর্তমানে ইরানের মধ্যাঞ্চলে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালাচ্ছে।’ পোস্টে তিনি আরও বলেন, ‘আমরা আমাদের ও ইরানের আকাশসীমায় এই হুমকির বিরুদ্ধে অভিযান চালাচ্ছি।’

গত শুক্রবার ইসরাইল ইরানের ওপর এক নজিরবিহীন হামলা চালায়। এতে শীর্ষ সেনা কর্মকর্তাসহ পরমাণু বিজ্ঞানী ও উর্ধ্বতন কর্মকর্তারা নিহত হন। তেহরান দাবি করেছে, হামলায় ৭৮ জন প্রাণ হারিয়েছে।

এরপর শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েল ও ইরান। এতে উভয় দেশেই বহু মানুষ হতাহত হয়েছেন। ইসরায়েলি সরকার জানিয়েছে, ইরান মোট ২০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইসরায়েলে। অন্তত ২২টি এলাকায় আঘাত হেনেছে এই মিসাইল ও ড্রোন। ১৩ জন নিহত হওয়ার পাশাপাশি ৩৮০ জন ইসরায়েলি হামলায় আহত হয়েছে। তাদের দাবি, হতাহতদের মধ্যে শিশুও রয়েছে।