পার্বত্য চট্টগ্রামে টেলিকম কর্মীদের অপহরণ /
নিখোঁজদের সন্ধান চায় পরিবার
পার্বত্য চট্টগ্রামে দফায় দফায় টেলিকম কর্মীদের অপহরণের ঘটনা ঘটছে। গত দুই মাসের মধ্যে এমন কয়েকটি ঘটনায় চট্টগ্রামসহ সারাদেশে মোবাইল নেটওয়ার্ক সেবার সঙ্গে জড়িত কয়েক হাজার কর্মী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন তারা।
জানা গেছে, সন্ত্রাসীরা মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের অপহরণ করে এবং পরে মুক্তিপণ দাবি করে।
এ অবস্থায় সরকারের হস্তক্ষেপ কামনা করে বিবৃতি দিয়েছে সার্বস কমিউনিকেশন লিমিটেড। সার্বস কমিউনিকেশন লিমিটেড, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিটিআরসি অনুমোদিত টাওয়ার কোম্পানি ইডটকো বিডি’র হয়ে চট্টগ্রামসহ পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় অবস্থানরত টাওয়ারগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণে নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠান।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির সিনিয়র ম্যাশনেজার (মানবসম্পদ ও প্রশাসন) মো. আল ইমরান জানান, গত ৫ জুন আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে মোহম্মদ সুমন ইসলাম (৩২) ও আব্দুর রহিম (৩৬) নামের দুই কর্মী চট্টগ্রামের ফটিকছড়ি থানার লেলাং ইউনিয়নের কর্নফুলী বাজার এলাকায় রবি টাওয়ারে কর্মরত অবস্থায় নিখোঁজ হন। বিষয়টি অবহিত করে ফটিকছড়ি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ কর্মীদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
এর আগে গত ১৯ এপ্রিল বেলা ১১টায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ইডটকোর আওতাধীন রবি মোবাইল টাওয়ার থেকে মো. ইসমাইল মিয়া এবং আব্রে মারমা নামক অপর দুই কর্মীকে অপহরণ করা হয়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তিনি জানান, অপহৃতদের উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নিকটস্থ আর্মি ক্যাম্প এবং প্রশাসনিক কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। প্রথম ঘটনার প্রায় দু’মাসের অধিক সময় অতিক্রান্ত হলেও তাদেরকে উদ্ধার করা যায়নি। অপহৃতদের পরিবার, স্বজন ও সহকর্মীরা এ ঘটনায় আতংকিত ও চরমভাবে উদ্বিগ্ন।
অপহৃত এবং নিখোঁজ ব্যক্তিদের সুস্থ ও স্বাভাবিক অবস্থায় দ্রুততম সময়ে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। বিবৃতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।