মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা হতে পারে জি-৭ শীর্ষবৈঠকে
কানাডায় শুরু হতে চলেছে ৫১তম জি-৭ শীর্ষবৈঠক। বড় অর্থনীতির সাতটি দেশ, কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জাপান, জার্মানি এবং যুক্তরাজ্যের নেতারা ইতিমধ্যেই দেশটিতে পৌঁছেছেন। এ ছাড়া ইইউ এবং জি-সেভেনে অন্তর্ভুক্ত নয় এমন দেশের আমন্ত্রিত নেতারাও বৈঠকে অংশ নিতে সেদেশে পৌঁছেছেন। এবারের সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস জানিয়েছেন মধ্যপ্রাচ্যের সংঘাত এবারের বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শীর্ষবৈঠকে আমন্ত্রিতদের মধ্যে একজন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুদ্ধ নিয়ে তিনি ফের একবার আলোচনায় বসতে পারেন।
অন্যদিকে, শীর্ষবৈঠকে যোগ দেওয়ার আগে রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রঁ গ্রিনল্যান্ডে পৌঁছান। ডেনমার্কের স্বশাসিত এই দ্বীপকে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার আশ্বাস দেয়ার জন্যই এই সফর বলে মনে করা হচ্ছে। এর আগে ট্রাম্প এই দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের অধীনে আনতে চেয়েছিলেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তবে আলোচনার মূল বিষয়ই হয়তো থাকবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। গত শুক্রবার ইসরাইল ইরানের ওপর এক নজিরবিহীন হামলা চালায়। এতে শীর্ষ সেনা কর্মকর্তাসহ পরমাণু বিজ্ঞানী ও উর্ধ্বতন কর্মকর্তারা নিহত হন। তেহরান দাবি করেছে, হামলায় ৭৮ জন প্রাণ হারিয়েছে।
এরপর শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েল ও ইরান। এতে উভয় দেশেই বহু মানুষ হতাহত হয়েছেন। ইসরায়েলি সরকার জানিয়েছে, ইরান মোট ২০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইসরায়েলে। অন্তত ২২টি এলাকায় আঘাত হেনেছে এই মিসাইল ও ড্রোন। ১৩ জন নিহত হওয়ার পাশাপাশি ৩৮০ জন ইসরায়েলি হামলায় আহত হয়েছে। তাদের দাবি, হতাহতদের মধ্যে শিশুও রয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস