৮ম শ্রেণির ২ স্কুলছাত্রী ধর্ষণের শিকার
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ২ কিশোরী স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দুইজনই সরিষা ইউনিয়নের বাসিন্দা। স্কুলছাত্রীদের একজনের বয়স ১৩ ও আরেকজনের ১৫ বছর।
অভিযুক্তরা হলেন কসবামাজাইল ইউনিয়নের কুঠি মালিয়াট গ্রামের জেহের আলীর ছেলে হাসমত আলী (২০) ও উজ্জ্বল মন্ডলের ছেলে শিহাব মন্ডল (১৯)।
আজ রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার বনগ্রাম অষ্টম শ্রেণির ওই দুই ছাত্রী এ ধর্ষণের শিকার হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, সকালে স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে হাসমত ও শিহাব তাদের পথরোধ করে এবং পকেট থেকে ব্লেড বের করে ভয় দেখিয়ে জোরপূর্বক নাওড়া বনগ্রামে মাঠের মধ্যে একটি পানের বরজে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে এ কথা কাউকে না বলার জন্য অভিযুক্তরা ভয়ভীতি প্রদর্শন করে চলে যান।
ধর্ষণের শিকার এক স্কুল ছাত্রীর পিতা বলেন, ‘দিনের বেলায় আমার মেয়েকে ভয় দেখিয়ে যারা জোরপূর্বক অনৈতিক কাজ করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
উল্লেখ্য, এ সংবাদ লেখাকালীন ভুক্তভোগী স্কুলছাত্রী তাদের অভিভাবকদের নিয়ে পাংশা থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দিতে এসেছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিতে এসেছেন। মামলাটি প্রক্রিয়াধীন। এ বিষয়ে দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আসামিদের গ্রেপ্তার করা হবে।’