ইরান-গাজার পাশাপাশি ইয়েমেনেও হামলা চালাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৫, ২১:৪৪
শেয়ার :
ইরান-গাজার পাশাপাশি ইয়েমেনেও হামলা চালাচ্ছে ইসরায়েল

ইরান ও অবরুদ্ধ গাজা উপত্যকার পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনেও হামলা চালাচ্ছে ইসরায়েল। ইরানে মোট ২৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ। এসব লক্ষ্যবস্তুর ৮০টি রাজধানী তেহরানে অবস্থিত। আইডিএফ এর মুখপাত্র এফি ডিফ্রিন এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই লক্ষ্যবস্তুগুলির মধ্যে একটি ছিল ইরানের পারমাণবিক সদর দপ্তর।

ডিফ্রিন জানিয়েছেন, আইডিএফ এখনও ইরানের রাজধানীতে হামলা চালিয়ে যাচ্ছে, একই সঙ্গে ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেনের রাজধানী সানায়ও সক্রিয় রয়েছে।

ইসরায়েলের সংবা মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে হামলায় জ্যেষ্ঠ হুতি নেতা মুহাম্মদ আবদ আল-করিম আল-ঘামারীকে লক্ষ্য করা হয়েছে। তবে হামলার ফল এখনও অজানা।

এর আগে, ইরান সমর্থিত বিদ্রোহী হুতি গোষ্ঠী ইসরায়েলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে। ইরানের ‘পরিচালিত অভিযানের সঙ্গে সমন্বয় করে’ এ হামলা চালানো হয়েছে বলে দাবি গোষ্ঠীটির। তারা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বেশ কয়েকবার ‘ইসরায়েলি শত্রুর সংবেদনশীল লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে তারা। 

তবে টাইমস অফ ইসরায়েল পত্রিকা দেশটির সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, যে তারা এই সময়ের মধ্যে ইয়েমেন থেকে কোনও আক্রমণের বিষয়ে অবগত নন।