করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৬

অনলাইন ডেস্ক
১৫ জুন ২০২৫, ২১:৩৫
শেয়ার :
করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ জন। এ সময়ে করোনায় একজন মারা গেছেন।  

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।

সরকারি হিবাবে এখন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৮৩৩ জন। আর মোট মৃত্যু ২৯ হাজার ৫০৩ জন। করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন এমন মানুষের সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৪১০ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।