সীমান্ত থেকে বাংলাদেশিদের ১৫ গরু নিয়ে গেল বিএসএফ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১৫ জুন ২০২৫, ২১:০৫
শেয়ার :
সীমান্ত থেকে বাংলাদেশিদের ১৫ গরু নিয়ে গেল বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশি কৃষকের ১৫টি গরু আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের উত্তর পাশে কালিকাপুর গ্রামের জমিতে ঘাস খাওয়ার সময় কৃষকের গরুগুলো ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। বিষয়টি নজরে আসার পর বিএসএফ গরুগুলো আটক করে। পরবর্তীতে একই দিন বেলা পৌনে ১২টার দিকে বিজিবি-বিএসএফের যৌথ পতাকা বৈঠকের মাধ্যমে গরুগুলো ফেরত দেওয়া হয়।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন- আখাউড়া বিওপির কোম্পানি কমান্ডার নুরুল ইসলাম এবং বিএসএফের পক্ষে ছিলেন ৪২ এসিপি ক্যাম্প কমান্ডার এসআই অমিত ভার্মা।

এ বিষয়ে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান বলেন, ‘দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে গরুগুলো ফেরত পেয়েছি। বিএসএফকে ধন্যবাদ জানাই তাদের সহযোগিতার জন্য।’