নারী হোস্টেল থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
১৫ জুন ২০২৫, ১৮:৫০
শেয়ার :
নারী হোস্টেল থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

রাজধানীর নিউমার্কেট থানাধীন একটি নারী হোস্টেল থেকে রিয়া আক্তার শান্তা নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে নিউমার্কেট এলাকার ‘কর্মজীবী নারী হোস্টেল’ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান থানার উপপরিদর্শক (এসআই) মোবারক।

তিনি বলেন, ‘সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শান্তার মরদেহ উদ্ধার করি। তিনি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন।’

নিহত শান্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে অগ্রণী ব্যাংকের দোহার শাখায় কর্মরত ছিলেন। তিনি বিবাহিত হলেও স্বামী আলাদা থাকতেন। কর্মসূত্রে ঢাকায় অবস্থানকালে তিনি ওই নারী হোস্টেলেই থাকতেন।

এসআই আরও বলেন, ‘আমরা শান্তার বাড়িতে সংবাদ দিয়েছি। আর মরদেহটি উদ্ধার করে আইনি প্রকৃয়া শেষে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।’

শান্তার বাড়ি বরিশাল সদর উপজেলার পলাশপুর গ্রামে।