রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে আহত ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
১৫ জুন ২০২৫, ১৮:৪৪
শেয়ার :
রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে আহত ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে আহত ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রবিবার দুপুর ১টা ১৫ মিনিটে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলে নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, গত ৮ মে রাত আনুমানিক ১১টার দিকে বাড্ডা ভুইয়া বাড়ি টেকপাড়া এলাকায় সন্ত্রাসী নুরা পাগলা, সুটার সালাউদ্দিন, ছিনতাইকারী মাহিন, ইউসুফ, নয়নসহ বেশ কয়েকজন মিলে আনোয়ারকে পথরোধ করে মারধর করে এবং পেটে গুলি করে। হামলাকারীদের মধ্যে কেউ কেউ মদ্যপ অবস্থায় ছিল বলে শুনেছি।’

নিহতের খালাতো ভাই আব্দুল জব্বার বলেন, ‘আনোয়ার আগে কাপড়ে ব্যবসা করত, বর্তমানে ঐ ব্যবসা বাদ দিয়ে এলাকায় নির্মাণ সামগ্রীর ঠিকাদারি করতেন। তার সংঙ্গে সব সময় মোটা অঙ্কের টাকা থাকত। ঘটনার পরে লোকজন তাকে উদ্ধার করে, ঐ রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে, সেখান থেকে বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। কয়েক হাসপাতালে চিকিৎসা নিয়ে গত ১২ জুন পুনরায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে আজ দুপুরে তার মৃত্যু হয়।

নিহত আনোয়ারের গ্রামের বাড়ি বরিশালের হিজলা উপজেলায়। পরিবার নিয়ে বাড্ডার আনন্দ নগর এলাকায় বসবাস করতেন তিনি।