সাইপ্রাসের মাধ্যমে ইসরায়েলকে কী ‘গোপন’ বার্তা দিতে চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৫, ১৭:৪৮
শেয়ার :
সাইপ্রাসের মাধ্যমে ইসরায়েলকে কী ‘গোপন’ বার্তা দিতে চায় ইরান

ইসরায়েলকে বার্তা পাঠাচ্ছে ইরান। আজ রবিবার ইউরোপীয় ইউনিয়নের দেশ সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকো ক্রিস্টোডুলাইডসকে ইরান অনুরোধ করেছে যেন ইসরায়েলকে ইরানের হয়ে বার্তা পৌঁছে দেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আজ রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে সাইপ্রাসের প্রেসিডেন্টের। তবে ইরান কী বার্তা দিতে বলেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। 

মধ্যপ্রাচ্যের এই সংকটে ইউরোপীয় ইউনিয়নের ধীরগতির প্রতিক্রিয়ায় বিরক্তি প্রকাশ করেছেন সাইপ্রাসের প্রেসিডেন্ট। তিনি এই বিষয়ে ইইউয়ের পররাষ্ট্র বিষয়ক পরিষদের বৈঠক ডেকেছেন।  

সবশেষ খবর অনুযায়ী ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা চলছে। ইরানের সঙ্গে সঙ্গে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করেছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতিও। দুই পক্ষ থেকেই হতাহতের খবর আসছে।