পরকীয়া প্রেমিকের প্রতারণার শিকার তরুণীর আত্মহত্যা

নেত্রকোনা প্রতিনিধি
১৫ জুন ২০২৫, ১৬:২৮
শেয়ার :
পরকীয়া প্রেমিকের প্রতারণার শিকার তরুণীর আত্মহত্যা

নেত্রকোণার পূর্বধলায় পরকীয়া প্রেমে প্রতারিত হয়ে পিয়ারা বেগম (২৩) নামে এক তরুণী বিষপান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার ৪নং জারিয়া ইউনিয়নের খাটুয়ারী গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পিয়ারা বেগম তিন বছর আগে স্বামী সাইফুল ইসলাম কর্তৃক পরিত্যক্ত হন। স্বামী তাকে ও তাদের একমাত্র মেয়ে মিনা আক্তারকে (৫) রেখে অন্যত্র চলে যান। এরপর থেকে পিয়ারা তার বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। এই অবস্থায় প্রতিবেশী আহমদ আলীর ছেলে বাশারের (২৭) সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে।

সম্প্রতি বাশার অন্যত্রে বিয়ে করলে মানসিকভাবে ভেঙে পড়েন পিয়ারা। এর জেরে গত ১৩ জুন রাত আনুমানিক সাড়ে আটটার দিকে তিনি বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার ভোর সাড়ে তিনটায় তার মৃত্যু হয়।

পরকীয়া সম্পর্ক ও সামাজিক অবহেলার জেরে ভুক্তভোগী ওই তরুণী আত্মহত্যা করেছে বলেও জানান স্থানীয়রা।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। কোনো মামলা হয়নি। তবে মরদেহের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।