যে অবস্থায় মোসাদের ২ সদস্যকে ‘আটক করল’ ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৫, ১৬:২৫
শেয়ার :
যে অবস্থায় মোসাদের ২ সদস্যকে ‘আটক করল’ ইরান

ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে পুরোদমে সংঘাত। এরই মধ্যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের দুই সদস্যকে আটক করার ঘোষণা দিয়েছে ইরান। খবর আল-জাজিরার। 

ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, অভিযুক্তদের আলবোর্জ প্রদেশ থেকে আটক করা হয়েছে। আটক করার সময় তারা বিস্ফোরক এবং ইলেকট্রনিক ডিভাইস প্রস্তুত করছিল।

কয়েক দশক ধরেই ইরানের সঙ্গে ছায়াযুদ্ধ চলছে ইসরায়েলের। এই সময়ে মোসাদের সঙ্গে যোগসূত্রের অভিযোগে অসংখ্য ব্যক্তিকে গ্রেপ্তার এবং মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বিশেষ করে যাদের বিরুদ্ধে তাদের পারমাণবিক কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে নাশকতা এবং হত্যা প্রচেষ্টার অভিযোগ রয়েছে।

গত এপ্রিলের শেষদিকেই মোসাদের সঙ্গে সহযোগিতার অভিযোগে একজন ‘সিনিয়র গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির অভিযোগ, মোহসেন ল্যাঙ্গারনেশিন নামের ওই অভিযুক্ত ব্যক্তি দুই বছর ধরে মোসাদকে ব্যাপক ‘লজিস্টিক, কারিগরি এবং অপারেশনাল সহায়তা’ দিয়েছিলেন। 

ল্যাঙ্গার্নেশিনের বিরুদ্ধে অন্যতম প্রধান অভিযোগ ছিল, ২০২২ সালের মে মাসে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কর্নেল সাইয়াদ খোদাইয়ের হত্যাকাণ্ডে তার জড়িত থাকা। তেহরানে নিজ বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহী গুলি করে হত্যা করে খোদাইকে।