‘দর্শক চাইছেন আমরা বিয়ে করি’
ঈদুল আজহায় মুক্তি পেয়েছে আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত সিনেমা ‘নীলচক্র’। ইতিমধ্যেই সিনেমাটি দর্শকদের মন জয় করেছে। বিশেষ করে পর্দায় নায়ক-নায়িকার রসায়ন দেখে অনেকেই তাদের বাস্তব জীবনেও এক হতে বলছেন।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেছেন মন্দিরা চক্রবর্তী। নায়িকার কথায়, ‘এটা আমার জীবনের দ্বিতীয় সিনেমা। কিন্তু এতটা আলোড়ন আগে কখনো দেখিনি। যত প্রমো করেছি, যত ছবি শেয়ার করেছি- সবখানের কমেন্টে একটাই কথা ঘুরে ফিরে এসেছে, আপনারা বিয়ে করে ফেলুন!’
প্রশ্ন ছুড়ে দিয়ে মন্দিরা চক্রবর্তী বলেন, ‘প্রত্যেকটি পোস্টে একের পর এক এমন মন্তব্য দেখে ভেবেই পাই না, দর্শক সত্যি কি চাইছেন আমরা বিয়ে করি? আমাদের জুটিকে তারা এতটা ভালোবেসেছেন যে, ব্যক্তিগত জীবনেও এক হতে দেখার স্বপ্ন দেখছেন!’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
দর্শকদের স্বপ্ন ভঙ্গ করে দিয়ে মন্দিরা পরিষ্কারভাবে বলেন, ‘শুভ ভাই একজন অসাধারণ শিল্পী। আমি তার অভিনয়ের দিকে তাকিয়ে থাকতাম- ভাবতাম মানুষ এত নিখুঁত অভিনয় করে কীভাবে? কিন্তু বাস্তবে… এমন কিছু (বিয়ে) সম্ভব নয়।’
মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’ মুক্তির পর সিনেমাটি নিয়ে আলোচনা তৈরি হয়। বিশেষ করে শুভ ও মন্দিরার রোমান্টিক দৃশ্য ও পর্দার রসায়ন দর্শকদের হৃদয় ছুঁয়েছে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট