মেয়র পদে শপথ ইস্যু /

বিরতিহীন অবস্থান কর্মসূচি ঘোষণা ইশরাকের

অনলাইন ডেস্ক
১৫ জুন ২০২৫, ১২:৩৯
শেয়ার :
বিরতিহীন অবস্থান কর্মসূচি ঘোষণা ইশরাকের

মেয়র পদে শপথ ইস্যুতে বিরতিহীন অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। আজ রবিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে ঈদের বিরতির পর ফের অবস্থান কর্মসূচিতে এ হুমকি দেন তিনি।

এর আগে সকাল থেকে ইশরাকের অনুসারীরা নগর ভবনে একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পরে বেলা ১১টার দিকে সেখানে প্রবেশ করেন ইশরাক।

এ সময় তিনি বলেন, ‘দ্রুত শপথের ব্যবস্থা না করলে বিরতিহীন অবস্থান কর্মসূচি পালন করবে ঢাকাবাসী। অনতিবিলম্বে শপথের আয়োজন করা না হলে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে শপথ আয়োজন করা হবে। মেয়রের চেয়ারে কে বসবে তা নির্ধারণ করবেন দক্ষিণের বাসিন্দারা।’

বিএনপির এই নেতা বলেন, ‘সরকারকে দ্রুত এই বিষয়টি সমাধান করতে হবে। নগরভবনে নাগরিকদের জরুরি সেবা চালু থাকবে, সেই সঙ্গে আন্দোলন চলতে থাকবে।’

ইশরাক হোসেন জানান, জন্ম নিবন্ধন সনদসহ দৈনন্দিন জরুরি সেবা চালু থাকবে, অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা কর্মকর্তারা অফিস করতে পারবে না।

তিনি বলেন, ‘প্রধান ফটকের তালা খোলা হবে না, এটা আন্দোলনের একটা প্রতীক। জনগণের দৈনন্দিন সেবা, আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে।’

তিনি আরও বলেন, ‘আইন উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যে পরিষ্কার হয়েছে, সরকার শুরু থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল মেয়র হিসেবে আমাকে বসতে দিবে না।’

ইশরাক হোসেন বলেন, ‘গায়ের জোরে নয়, সাংবিধানিকভাবে ও জনগণের ভোটে আমি বৈধ মেয়র। বরং ভবিষ্যতে সরকারের বিরুদ্ধে আইন ও সংবিধান লঙ্ঘন করার অভিযোগ উঠবে। তাই সরকারকে বলবো, দ্রুত এই বিষয়ের সমাধান করুন।’

এর আগে গত ৩ জুন ঈদুল আজহাকে সামনে রেখে ডিএসসিসি মেয়র হিসেবে শপথের দাবিতে চলমান আন্দোলন সাময়িক শিথিলের ঘোষণা দিয়েছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন।