ভারতে এবার হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৭
বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ভারতে এবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলটসহ মোট সাতজন নিহত হয়েছেন।নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে।
এনডিটিভি, আনন্দবাজার পত্রিকাসহ ভারতের একাধিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কেদারনাথ মন্দির থেকে উত্তরাখণ্ডের গুপ্তকাশীতে যাওয়ার সময় আরিয়ান এভিয়েশনের ওই হেলিকপ্টারটি জঙ্গলে বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন। উড্ডয়নের প্রায় ১০ মিনিট পর গৌরীকুণ্ড এবং সোনপ্রয়াগের মাঝামাঝি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট অথরিটি (ইউসিএডিএ) আজ রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার ভোর ৫টা ২০ মিনিটে কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশী যাওয়ার পথে একটি হেলিকপ্টার গৌরীকুণ্ডের কাছে ভেঙে পড়েছে। দুর্ঘটনার সময় হেলিকপ্টারে পাইলটসহ সাত আরোহী ছিলেন। এর মধ্যে ছয়জনই তীর্থযাত্রী, এদের মধ্যে এক শিশুও ছিল।
ওই তীর্থযাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাতের বাসিন্দা। উত্তরাখণ্ডের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (এডিএফ) ভি মুরুগেশান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে যান্ত্রিক ত্রুটি এবং খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিংহ ধামী হেলিকপ্টার দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘রুদ্রপ্রয়াগ জেলায় হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পেয়েছি। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী দল ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে। বাবা কেদারের কাছে সকল যাত্রীর নিরাপত্তা কামনা করছি।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
উল্লেখ্য, গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইক যাওয়ার পথে ভেঙে পড়ে বিমান। রানওয়ে ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি সামনের বিল্ডিংয়ে ধাক্কা খায় এবং প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। বিমানে ২৪২ জন আরোহীর মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। আহমেদাবাদকাণ্ডে মৃতের সংখ্যা সবমিলিয়ে অন্তত ২৭৪।তার রেশ কাটতে না কাটতেই আবার আকাশপথে দুর্ঘটনা। এবার ভেঙে পড়ল যাত্রিবাহী হেলিকপ্টার।