আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাস সেরা: রাশেদ খান
‘আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শনিবার বিকেলে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় উপলক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এ সময় রাশেদ খানের নেতৃত্বে কয়েকশ মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা ঝিনাইদহ শহরের আরাপপুর মোড় হয়ে শহর প্রদক্ষিণ করে সদর উপজেলার মধুহাটি, সাধুহাটি ইউনিয়ন মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে সমাবেশে রাশেদ খান বলেন, 'নির্বাচনে কোনো চাঁদাবাজ, দখলদার, যারা মাফিয়াতন্ত্র কায়েম করেছিল, ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ছিল এমন কাউকে ভোট না দিয়ে ক্লিন ইমেজধারীদের ভোট দেওয়ার আহ্বান জানাই।' এসময় সৎ, যোগ্য ও মেধাবী নেতৃত্ব আগামী নির্বাচনে মানুষ বেছে নেবে বলেও মন্তব্য করেন তিনি।
সেইসাথে গণঅধিকার পরিষদ ৩০০ আসনে নির্বাচন করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- ঝিনাইদহ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি শাখাওয়াত হোসেন, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলী, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুহান আহমেদ রায়হান প্রমুখ।