নোয়াখালীর সোনাইমুড়ী প্রেসক্লাবের রজতজয়ন্তী উদ্‌যাপন, গুণীজন সম্মাননা

অনলাইন ডেস্ক
১৪ জুন ২০২৫, ২০:৩৩
শেয়ার :
নোয়াখালীর সোনাইমুড়ী প্রেসক্লাবের রজতজয়ন্তী উদ্‌যাপন, গুণীজন সম্মাননা

নোয়াখালীর সোনাইমুড়ী প্রেসক্লাবের ২৫ বছরে পদার্পণ উপলক্ষে রজতজয়ন্তী উদ্‌যাপন করা হয়েছে। একইসাথে সাংবাদিকতা, সমাজসেবা, শিক্ষা, রত্নগর্ভা মা, আইন পেশা'সহ বিভিন্ন ক্যাটাগরিতে গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।

রজতজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে আজ শনিবার দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় ক্লাবের একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।

সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দৈনিক সমকালের উপসম্পাদক শাহেদ চৌধুরী ও মাছরাঙা টেলিভিশনের সিনিয়র বার্তাকক্ষ সম্পাদক মুজাহিদুল ইসলাম সাকিফসহ বিভিন্ন বিভাগে নানা গুণীজনকে সম্মাননা জানানো হয়েছে।

এতে বক্তব্য দেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তারসহ সাংবাদিক, বিভিন্ন রাজনীতিবিদ ও শিক্ষক নেতারা।