যুক্তরাষ্ট্র নির্মিত আরেকটি ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের
আগেই ইসরায়েলের দুইটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল ইরান। এবার ইসরায়েলের আরও একটি যুক্তরাষ্ট্র নির্মিত এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। খবর কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার।
সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলে নতুন এই বিমান ভূপাতিত করার ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যমটি জানায়, পাইলট জেট থেকে বেরিয়ে এলেও তার বর্তমান অবস্থা জানা যায়নি।
এর আগে, ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রাই ইরানের হামলায় নিজেদের যুদ্ধবিমান হারানোর দাবি অস্বীকার করেছিলেন। ইরানি গণমাধ্যম ভুল সংবাদ প্রকাশ করছে বলেও দাবি করেছিলেন তিনি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের ৭ জন সৈন্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর আবারও ছেড়ে দেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে চূড়ান্ত সংঘাত শুরু হওয়ার পর ইসরায়েলের সামরিক বাহিনীর এটাই প্রথম ক্ষয়ক্ষতির ঘটনা।
ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, তাদের বিমান হামলায় ইরানের নয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এর আগে, ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল, ইরানের বিরুদ্ধে তাদের প্রাথমিক আক্রমণের সময় তারা ছয়জনকে হত্যা করেছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এছাড়া, একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেছেন যে হামলায় এসফাহান এবং নাতানজ পারমাণবিক স্থাপনা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরানের ১৫০ টিরও বেশি লক্ষ্যবস্তুতে আক্রমণ করা হয়েছে। তবে ইসরায়েলের দিকে ছোড়া বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস