মিয়ানমারে পাচার হচ্ছে বাংলাদেশের এনার্জি ড্রিংকস
মায়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারকালে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ২৯১ বস্তা ইউরিয়া সার ও নয় হাজার ৭২ পিস রয়েল টাইগারসহ (এনার্জি ড্রিংকস) ছয়জনকে আটক করেছে কোস্ট গার্ড। আজ শনিবার (১৪ জুন) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দুপুরে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে বোটটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত গতিতে গভীর সমুদ্রে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোটটিকে আটক করা হয়। পরে তল্লাশি করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে ৭ লক্ষ ৮১ হাজার ৪১০ টাকা মূল্যের ২৯১ বস্তা ইউরিয়া সার ও ১৮ হাজার ৫৯০ মূল্যের ৯ হাজার ৭২ পিছ রয়েল টাইগারসহ (এনার্জি ড্রিংকস) ৬ জন পাচারকারীকে আটক করা হয়। তারা সবাই কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা।’
পরবর্তীতে জব্দকৃত সার ও এনার্জি ড্রিংকসগুলো কক্সবাজার কাস্টমসে পাঠানো হয়েছে। আর আটককৃত পাচারকারী ও তাদের ব্যবহৃত বোটটি কক্সবাজার মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
হারুন-অর-রশীদ বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’