কারওই অন্যের অস্তিত্বের জন্য হুমকি হওয়া উচিত নয়: পোপ
ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে চলছে পাল্টাপাল্টি হুমকি-ধামকিও। তবে সংঘাতময় এই পরিস্থিতি মোকাবেলায় দুই পক্ষকেই ‘যুক্তি’ নিয়ে কাজ করার এবং সংলাপ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ।
সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শ্রোতাদের সামনে পোপ লিও জানান, তিনি খুবই উদ্বেগের সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। খবর কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার।
ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ এই ধর্মগুরু বলেন, ‘ন্যায়বিচার, ভ্রাতৃত্ব এবং সাধারণ কল্যাণের ওপর ভিত্তি করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য পারস্পরিক শ্রদ্ধাশীল সাক্ষাৎ এবং আন্তরিক সংলাপের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক স্থাপনের প্রতিশ্রুতি অনুসরণ করতে হবে।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
পোপ লিও আরও বলেন, ‘কোনো দেশেরই অন্য দেশের অস্তিত্বের জন্য হুমকি হওয়া উচিত নয়। শান্তির সমর্থন করা, পুনর্মিলনের পথ শুরু করা এবং সকলের জন্য নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে এমন সমাধান প্রচার করা সকল দেশের কর্তব্য।’
আল জাজিরা জানিয়েছে, পুরোদমে সংঘাত শুরু হওয়ার পর ইসরায়েলের হামলায় এখনো পর্যন্ত ইরানের ৭৮ জন নিহত ও ৩২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এর মধ্যে সামরিক বাহিনীর শীর্ষ বেশ কিছু কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী আছেন। অন্যদিকে, ইরানের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের তিনজন নিহত এবং অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস