আহমেদাবাদ দুর্ঘটনা /

‘এয়ার ইন্ডিয়ায়’ আর কখনো ভ্রমণ না করার প্রতিজ্ঞা ওয়ার্নারের

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২৫, ১৬:২৫
শেয়ার :
‘এয়ার ইন্ডিয়ায়’ আর কখনো ভ্রমণ না করার প্রতিজ্ঞা ওয়ার্নারের

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং-৭৮৭ মডেলের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন অন্তত ২৬৫ জন। এই ঘটনার পর ভারতে দীর্ঘদিন ধরে খেলতে আসা অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ঘোষণা দিয়েছেন, আর কখনো এয়ার ইন্ডিয়ার বিমানে ভ্রমণ করবেন না তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন ওয়ার্নার। এয়ার ইন্ডিয়ার বিমানের দুর্দশা নিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে। সেখানে এক ব্যক্তি মন্তব্য করেছেন। সেটিই পোস্ট করেছেন ওয়ার্নার। বিমানে যাত্রী নিরাপত্তা এবং পরিকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ওয়ার্নার লিখেছেন, ‘এই ছবি সত্যি হলে অত্যন্ত মর্মান্তিক। ক্ষতিগ্রস্ত সব পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আর কখনো এয়ার ইন্ডিয়ার বিমানে সফর করব না। এই ছবি দেখার পর সেটা আর সম্ভব নয়। ওদের সঙ্গে আমার শেষ সাক্ষাৎ হয়ে গিয়েছে।’

আইপিএলে এবার ডাক না পেলেও আগে বহুবার টুর্নামেন্টটি খেলতে ভারতে গিয়েছেন ওয়ার্নার। এছাড়া জাতীয় দলের হয়ে দেশটিতে সফর তো আছেই। দরকার হলে ভারতে আবারও আসবেন তিনি। তবে চড়বেন না এয়ার ইন্ডিয়ার বিমানে। 

ডেভিড ওয়ার্নার এ বছরের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের নেতৃত্ব দিয়েছেন। পিএসএলের আগে আইপিএলে নিয়মিতই খেলতেন। ১৮৪ ম্যাচের ক্যারিয়ারে তিনি ৪০.৫২ গড়ে ৬ হাজার ৫৬৫ রান করেছেন। যার মধ্যে ৬২টি অর্ধশতক এবং ৪টি সেঞ্চুরি রয়েছে। ২০০৯ সালে তার আইপিএলে অভিষেক হয় এবং ২০২৪ সালে শেষ মৌসুম খেলেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে ভারতের গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করে ওই উড়োজাহাজটি। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের পাশের একটি আবাসিক এলাকায় সেটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় উড়োজাহাজটিতে থাকা ২৪২ আরোহীর ২৪১ জনই মারা গেছেন। আর বিমানবন্দরের পাশে যে ভবনে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছিল সেখানে মারা গেছেন আরও ২৪ জন মেডিকেল কলেজশিক্ষার্থী।