১৬ জনকে পুশইন করল বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি
১৪ জুন ২০২৫, ১৬:০৯
শেয়ার :
১৬ জনকে পুশইন করল বিএসএফ

পঞ্চগড়ে পৃথক দুই সীমান্ত দিয়ে চার ভারতীয় নাগরিকসহ ১৬ জনকে ঠেলে পাঠিয়েছে (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ শনিবার ভোরে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিস্ত্রিপাড়া ও তেতুঁলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পেদিয়াগছ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। তাদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং চারজন শিশু রয়েছে। আটককৃতরা খুলনা, মেহেরপুর, নড়াইল ও যশোর জেলার বাসিন্দা।

জানা যায়, বিজিবির টহল দল স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে মিস্ত্রিপাড়া ও পেদিয়াগছ ক্যাম্পে নিয়ে যায়। পরে আজ দুপুরে তাদের সদর ও তেতুঁলিয়া থানায় হস্তান্তর করেছে বিজিবি।

সদর উপজেলায় আটক হওয়া ১১ জনের মধ্যে ৭ জন বাংলাদেশি পরিচয় নিশ্চিতের পর তাদের পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের হেফাজতে থানা পুলিশ ও গ্রাম পুলিশের পাহারায় রাখা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তরের কথা রয়েছে।

তারা হলেন- খুলনা সিটি কর্পোরেশনের ফতেবাজার মুধূপুর এলাকার আয়েশা শেখ (৩৯), তার ছেলে নিশান শেখ (২২) ও মিরাজুল শেখ (২০), নড়াইল জেলার কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের শুক্তক গ্রামের নিলুফা আক্তার (৩৭), তার মেয়ে মরিয়ম বেগম (৮), মেয়ে রোহান শেখ (৩) এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলার আক্তার মোল্লার ছেলে আবু তালেব (২১)।

আর আটক ভারতীয় নাগরিকরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার বালিহাটি এলাকার আজিজুল আলী (৩১), তার স্ত্রী আজমিরা খাতুন (২৫), তার মেয়ে ফতেমা খাতুন (৭) ও ছেলে ইরানুর আলী (৪)। তাদের মিস্ত্রিপাড়া বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে ফেরত পাঠানোর কাজ চলছে বলে জানিয়েছে বিজিবি।

এছাড়া, তেতুঁলিয়া উপজেলার পেদিয়াগছে আটক ৫ বাংলাদেশিকে তেতুঁলিয়ার ডাকবাংলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে পুলিশি পাহারায় রাখা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে আইনি প্রক্রিয়া শেষে তাদের হস্তান্তরের কথা রয়েছে।

তারা হলেন- নড়াইল জেলার সদর উপজেলার বিরগ্রাম এলাকার ইশ্বর গোপাল চন্দ্র বিশ্বাসের মেয়ে বন্দনা রানী বিশ্বাস (৩৭), যশোর জেলার অভয়নগর উপজেলার শ্যামনগর এলাকার তরিকুল শেখ (৪২), শারশা উপজেলার বড় কলোনী এলাকার কোরবান আলী গাজী (৩৩), তার স্ত্রী নাজমা বেগম (২৭), কোরবানের বোন ফারজানা মারফত আলী গাজী (২৩)।

বিজিবি জানায়, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির মিস্ত্রিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের মেইন পিলার ৪২১ এলাকা দিয়ে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের ইশানগঞ্জ ক্যাম্পের সদস্যরা ১১ জনকে পুশইন করে। তাদের মধ্যে ৭ জন বাংলাদেশি ও ৪ জন ভারতীয় নাগরিক। তাদের মধ্যে পুরুষ ৪ জন, মহিলা ৩ জন, শিশু ৪ জন। পরে তাদের উপজেলার মাগুড়া ইউনিয়নের রজলী বাজার এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় আটক করে বিজিবি। পরে তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির অধিনস্থ পেদিয়াগছ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের মেইন পিলার ৪৩২ এর ১ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের পুরোহিতগছ ক্যাম্পের সদস্যরা ৫ বাংলাদেশিকে পুশইন করে। পরে বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ পেদিয়াগছ এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় ৫ জনকেই আটক করে বিজিবি। পরে তাদের তেতুঁলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কাইয়ূম আলী বলেন, ‘পুশইন হওয়া ৭ বাংলাদেশিকে আমাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে পঞ্চগড় ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। পুলিশ তাদের পাহারা দিচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের হস্তান্তর করা হবে।’

তেতুঁলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নজির হোসেন বলেন, ‘পুশইন হওয়া ৫ বাংলাদেশিকে হস্তান্তরের পরে পুলিশ পাহারায় তাদের তেতুঁলিয়া ডাকবাংলোতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হবে।’

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, ‘সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন বাংলাদেশি ও ৪ জন ভারতীয় নাগরিক। বাংলাদেশিদের পুলিশের কাছে হস্তান্তর করেছি। আর ভারতীয়দের পতাকা বৈঠকের মাধ্যেমে ভারতে ফেরত পাঠানোর চেষ্টা চলছে।’