সেনা অভিযানে দেড় লাখ টাকা ফেরত পেলেন যাত্রীরা

জয়পুরহাট প্রতিনিধি
১৪ জুন ২০২৫, ১৩:০৫
শেয়ার :
সেনা অভিযানে দেড় লাখ টাকা ফেরত পেলেন যাত্রীরা

ঈদ পরবর্তী সময়ে দুই দফা অভিযানে জয়পুরহাট জেলায় মোট ৫শ যাত্রীকে অতিরিক্ত ভাড়া হিসেবে প্রায় দেড় লাখ টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাটস্থ অস্থায়ী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী।

সেনা সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে ঢাকাগামী বিভিন্ন পরিবহন কোম্পানি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছিল। এ অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই ও ক্ষেতলাল উপজেলায় পৃথক চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে যাত্রীদের টিকিট যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেলে বিভিন্ন পরিবহন কোম্পানিকে অতিরিক্ত অর্থ ফেরত দিতে বাধ্য করা হয়।

বাড়তি টাকা ফেরত দেওয়া বাসগুলোর মধ্যে রয়েছে, শ্যামলী এন্টারপ্রাইজ ৬ হাজার ৫শ টাকা, তিশা এন্টার প্রাইজ ৮ হাজার শ টাকা, অরিণ এসি ১১ হাজার ৫শ টাকা, পঞ্চগড় এক্সপ্রেস ৬ হাজার টাকা, মুরাদ এন্টার প্রাইজ ২৭ হাজার টাকা, তানজিল এক্সপ্রেস ২ হাজার টাকা এবং এস এ প্লাস পরিবহন ৯ হাজার টাকা।

এর আগে প্রথম অভিযানে বুধবার রাতে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কে জেলার ক্ষেতলাল ও কালাই উপজেলায় পৃথক চেকপোস্ট বসিয়ে আলম এন্টার প্রাইজ, সেলফি এন্টার প্রাইজ, এসআর প্লাস, শাহ ফতেহ আলী পরিবহন, মেঘা এন্টারপ্রাইজ, নাদের এন্টারপ্রাইজ, হানিফএন্টার প্রাইজ এবং আহাদ এন্টারপ্রাইজ-এ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পান সেনা সদস্যরা।

তাৎক্ষণিকভাবে বাস কর্তৃপক্ষের কাছ থেকে আদায়কৃত মোট ৫৮ হাজার ৫শ টাকা উদ্ধার করে ১৮২ জন যাত্রীর মধ্যে তা ফেরত দেওয়া হয়।

জয়পুরহাট সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী বলেন, ‘যাত্রীদের স্বার্থে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’