পুরোদমে চালু চক্ষুবিজ্ঞান হাসপাতাল
দীর্ঘ দুই সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর পুরোপুরি চালু হয়েছে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল।
আজ শনিবার সকাল থেকেই হাসপাতালটিতে চিকিৎসক, নার্স ও স্টাফরা এসেছেন। পাশাপাশি সেবাপ্রার্থী ও তাদের স্বজনদের দেখা গেছে। আন্তরিকতার সঙ্গে সেবা দিতেও দেখা গেছে চিকিৎসা সংশ্লিষ্টদের।
হাসপাতালটির একজন চিকিৎসক জানিয়েছেন, সকাল থেকে আমরা হাসপাতালে এসেছি। রোগীরাও আসছেন। সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন ভর্তিও দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. জানে আলম বলেন, ‘শনিবার সকাল থেকে হাসপাতালের সব সেবা পুরোদমে চালু হয়েছে। আমরা রোগীদের সেবা দিতে চাই এবং একই সঙ্গে চিকিৎসক ও নার্সদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে চাই।’
উল্লেখ্য, গত ২৮ মে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বন্ধ হয়ে যায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। নানান দেন দরবারের পরে ৪ জুন চালু করা হয় জরুরি বিভাগ। সর্বশেষ গত বৃহস্পতিবার বহির্বিভাগ চালু করা হয়। আজ থেকে শুরু হয়েছে পুরোপুরি সেবা কার্যক্রম।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?