ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, দৌলতদিয়ায় নেই ভোগান্তি

রাজবাড়ী প্রতিনিধি
১৪ জুন ২০২৫, ১২:০৩
শেয়ার :
ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, দৌলতদিয়ায় নেই ভোগান্তি

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। আগামীকাল রবিবার থেকে সরকারি-বেসরকারি অফিস খুলে যাওয়ায় শনিবার সকাল থেকেই দৌলতদিয়া ঘাটে কর্মজীবী মানুষের চাপ বাড়তে শুরু করেছে। তবে ঘাট এলাকায় নেই কোনো যানজট কিংবা দুর্ভোগ। ফেরি ও লঞ্চে নির্বিঘ্নে পারাপার হচ্ছেন যাত্রী ও যানবাহন।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করছে। যাত্রী ও যানবাহন ফেরিঘাটে আসা মাত্রই নির্ধারিত ফেরিতে উঠতে পারছেন তারা। 

তবে, যাত্রীদের অভিযোগ, এবার ঈদ পরবর্তী যাত্রায় ঘাটে কোনো ভোগান্তি না থাকলেও মাহেন্দ্র ও ইজিবাইক চালকরা বাড়তি ভাড়া নিচ্ছেন।

দৌলতদিয়া ঘাটে দেখা যায়, ঘাটে গাড়ির দীর্ঘ লাইন নেই। ছোট যানবাহন থেকে শুরু করে মোটরসাইকেলও সহজেই ফেরিতে উঠছে। যাত্রীরাও অপেক্ষা ছাড়াই লঞ্চে উঠতে পারছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, ‘ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ রয়েছে। তবে আমরা পর্যাপ্ত সংখ্যক ফেরি পরিচালনা করছি। এখন পর্যন্ত ঘাট এলাকায় কোনো সমস্যা দেখা যায়নি।’