অবশেষে টাকা ফেরত দিলেন শাকিব খান

বিনোদন প্রতিবেদক
১৪ জুন ২০২৫, ১২:০২
শেয়ার :
অবশেষে টাকা ফেরত দিলেন শাকিব খান

২০২১-২২ অর্থবছরে প্রযোজক হিসেবে ‘মায়া’ নামের সিনেমা নির্মাণের জন্য ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। অনুদানের প্রথম কিস্তির চেক (১৯ লাখ ৫০ হাজার টাকা) এই অভিনেতা গ্রহণ করেন ২০২২ সালের ২১ আগস্ট। এরপর দীর্ঘ তিন বছর পার হয়ে গেলেও সিনেমার কাজ শুরু করতে পারেননি তিনি। এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনাও হয়েছে। অবশেষে অনুদানের টাকা ফিরিয়ে দিলেন শাকিব খান। বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

তিনি বলেন, ‘গত ১২ মে শাকিবকে একটি চিঠি দিয়েছিলাম। নীতিমালা অনুযায়ী শাকিব খান যদি সিনেমা নির্মাণ না করেন অথবা টাকা ফেরত না দেন তবে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর সম্প্রতি শাকিব খান টাকা জমা দিয়ে গেছেন।’

মাহবুবা ফারজানা আরও বলেন, ‘এমন অনেক প্রযোজক আছেন, যারা নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সিনেমার কাজ শেষ করেননি। তাদেরকে চিঠি পাঠানো হয়েছে। ইতিমধ্যে কয়েকজন টাকা ফেরত দিয়েছেন। যারা ফেরত দেননি, তৃতীয়বার চিঠি পাঠানোর পর আমরা আইনি ব্যবস্থা নেব।’

বলা দরকার, নিয়ম অনুযায়ী অনুদানের চেক পাওয়ার ৯ মাসের মধ্যে সিনেমা নির্মাণ করে তথ্য মন্ত্রণালয়ে জমা দিতে হয়। সিনেমা নির্মাণে দেরি হলে যুক্তিসংগত কারণ দেখিয়ে আবেদন করে সময় বাড়িয়ে নেওয়া যায়। অনুদান পাওয়ার তিন বছর পেরিয়ে গেলেও শাকিব খান সিনেমাটি নির্মাণ করেননি এবং সময় বাড়ানোর জন্যও কোনো আবেদন করেননি। অনুদানের টাকা তুলে কাজ শেষ না করে বরং নয়ছয় করছিলেন। তারই পরিপ্রেক্ষিতে তোপের মুখে টাকা ফেরত দেন শাকিব খান।