নওগাঁর ধামইরহাট সীমান্তে পুশ-ইনের সময় নারী আটক

নওগাঁ প্রতিনিধি
১৪ জুন ২০২৫, ১০:১১
শেয়ার :
নওগাঁর ধামইরহাট সীমান্তে পুশ-ইনের সময় নারী আটক

নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ভারত থেকে পুশ-ইনের সময় আছিয়া বেগম (৫০) নামের এক বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

গতকাল শুক্রবার দুপুরের দিকে ধামইরহাট উপজেলার জগদ্দল মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আছিয়া যশোর জেলার ইশবপুর এলাকার রুহুল আমিনের স্ত্রী বলে বিজিবি সূত্রে জানা গেছে।

১৪ বিজিবি সূত্রে জানা গেছে, ধামইরহাট উপজেলার সীমান্ত পিলার ২৭১/৭-এফ এলাকা দিয়ে গত বৃহস্পতিবার মধ্যরাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই নারীকে বাংলাদেশে পুশ-ইন করে। নিজ দেশের সীমান্ত এলাকা চিনতে না পারায় তিনি বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াতে থাকেন। পরে কালুপাড়া বিওপির সুবেদার আইয়ুব আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল জগদ্দল মাঠে তাকে দেখতে পেয়ে আটক করে।

বিজিবি আরও জানায়, আছিয়া বেগম প্রায় ১০ বছর আগে অবৈধভাবে ভারত প্রবেশ করে। সেখানে তিনি দক্ষিণ-পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গৃহপরিচারিকার কাজ করতেন।

এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, আটক নারীকে ১৪ বিজিবি থানায় হস্তান্তর করেছে। এখন পুলিশ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে তার পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।