ইউটিউব ট্রেন্ডিংয়ে ঈদের চার নাটক

নিজস্ব প্রতিবেদক
১৪ জুন ২০২৫, ০০:০০
শেয়ার :
ইউটিউব ট্রেন্ডিংয়ে ঈদের চার নাটক

ঈদের আগের দিন থেকেই টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মসহ বিভিন্ন ইউটিউব চ্যানেলে দর্শক দেখেছেন নানা অনুষ্ঠান। এগুলোর মধ্যে প্রথম পছন্দেই আছে নাটক। বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে থাকা শীর্ষ ৪টি নাটকের খবর তুলে ধরা হলো এ আয়োজনে

আশিকি

৮ জুন রাতে সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায়। ২৪ ঘণ্টার মধ্যেই দেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে নাটকটি জায়গা করে নেয় শীর্ষে, যা গতকাল পর্যন্তও ছিল। শুধু তাই নয়, ১১ জুন রাতে ইমরোজ শাওন পরিচালিত নাটকটি কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করে। এখন পর্যন্ত নাটকটি দেখা হয়েছে ১২ কোটি বারের বেশি। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহা। নাটকটি শুধু একটি লাভ স্টোরি নয়, বরং একদিকে ক্লাস কনফ্লিক্ট, সমাজের রূপ-সৌন্দর্যবিষয়ক ধ্যানধারণা, অন্যদিকে আত্মত্যাগ, রিভেঞ্জ ও ভালোবাসার এক জটিল মিশ্রণ।

ক্ষতিপূরণ

ঈদের দিন চ্যানেল আইয়ে সম্প্রচারের পর ১০ জুন নাটকটি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। এটি ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে পাঁচ নম্বরে। গতকাল সন্ধ্যা পর্যন্ত নাটকের ভিউ ছাড়িয়েছে ৩২ লাখের বেশি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও মালাইকা চৌধুরী। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরিফ ফারজানা বুশরা, আইমন সিমলা, ইকবালসহ অনেকে। নাটকে ব্যবহৃত একটি গান গেয়েছেন ও সুর-সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।

ঘ্রাণ

ধূপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায় ১০ জুন। মুক্তির দুই দিনেই এটি তিন মিলিয়নের মতো ভিউ স্পর্শ করে। ঈদের নাটকের মধ্যে এটির অবস্থান চারে হলেও দেশে সার্বিক কনটেন্টের বিচারে ট্রেন্ডিংয়ে ‘ঘ্রাণ’-এর অবস্থান আট নম্বরে। মাশরিকুল আলম পরিচালিত নাটকটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শেলী আহসান, মাহমুদুল ইসলাম মিঠু, রোজী সিদ্দিক প্রমুখ।

কোটি টাকার চেয়ারম্যান

এটিএন বাংলায় ঈদের দিন রাত ১১টায় প্রচারিত হয় নাটক ‘কোটি টাকার চেয়ারম্যান’। পরদিন অর্থাৎ ৮ জুন পিকক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় এটি। দেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে নাটকটি রয়েছে ছয় নম্বরে। অনামিকা মণ্ডলের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন মিতুল খান। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল, শিবলু মৃধা, জাহিদ ইসলাম, জাভেদ গাজী, হানিফ, শামীম, শাফিজ মামুন প্রমুখ। গতকাল সন্ধ্যা পর্যন্ত নাটকটি দেখেছেন প্রায় ৫০ লাখ দর্শক।