গুজরাটে বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরু
ভারতের গুজরাটে বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙ্গে পড়ার ঘটনায় তদন্ত শুরু করেছে। আন্তর্জাতিক প্রোটোকল মেনেই এ তদন্ত হবে ।
নিজের এক্স হ্যান্ডেলে নাইডু জানিয়েছেন, ‘এছাড়া সরকার একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করেছে যেখানে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা থাকবেন। এই কমিটির কাজ হবে বিমান পরিবহন খাতের সুরক্ষা আরও কঠোর করা এবং ভবিষ্যতে যাতে এধরণের ঘটনা না ঘটে, তার দিকেও নজর দেওয়া।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
শুক্রবার সকালেই ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ শুরু করেছেন। ভারতের নিজস্ব তদন্ত ছাড়াও যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি বিশেষজ্ঞ দল ভারতে রওনা হয়ে গেছে তারা ভারতের তদন্তকে সহায়তা করার জন্যই আসছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানিয়েছেন, তার দেশ থেকেও একটি বিশেষজ্ঞ দল গুজরাট রওনা হয়েছে তদন্তে সহায়তা করার জন্য।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস