ওয়ারেন্টভুক্ত আসামি ছিনিয়ে নেন স্বেচ্ছাসেবক দল নেতা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের কাছ থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শান্ত খাঁনের বিরুদ্ধে। এ ঘটনা উপজেলার সাদীপুর ইউনিয়নের লস্করবাড়ি এলাকায় ঘটে।
জানা গেছে, ওয়ারেন্টভুক্ত আসামি রিপনকে (২৫) পুলিশ গ্রেপ্তার করলে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত খাঁন দলীয় প্রভাব খাটিয়ে তার দলবল নিয়ে তাকে পুলিশের কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নেন। পুলিশের হাতে আটককৃত ওয়ারেন্টভুক্ত আসামি রিপন লস্করবাড়ি এলাকায় আলী হোসেনের ছেলে।
সোনারগাঁ উপজেলার তালতলা তদন্ত কেন্দ্রের এ এসআই সেলিম মিয়া জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত আসামি রিপনকে গ্রেপ্তার করে হাতকড়া পরানো হয়। পরে আসামিকে থানায় নিয়ে আসার পথে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত খাঁন তার দলবল নিয়ে এসে আসামিকে আমাদের হেফাজত থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান এবং আমাদের ওপর হামলার চেষ্টা করে।’
এ বিষয়ে বক্তব্য জানতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দিন সালুকে একাধিকবার ফোন করা হলেও তিনি তার ফোন রিসিভ করেননি।
এদিকে নারায়ণগঞ্জ (বি) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলী ইমাম বলেন, ‘এই বিষয়ে এখনো আমি কিছু জানি না। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনা নিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে বিএনপির এ সমস্ত কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। একে অপরে বলাবলি করে তারা ক্ষমতায় না আসতেই এমন অবস্থা সৃষ্টি । ক্ষমতায় আসলে তারা কি করবে?
পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।