সংস্কার ও গণহত্যার বিচার শেষে ডিসেম্বরেই নির্বাচন চায় সিপিবি: প্রিন্স
প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার দৃশ্যমান করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, ‘রাজনীতিতে এখন দেশের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে সংকট তৈরি হয়েছে তার দায় অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের। তিনি দেশের জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করে কোনো দল বা গোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দিয়েই এগোতে চাইছেন। মানুষের মনে এসব কথা ঘোরাফেরা করছে যে তিনি কি দেশের মানুষের স্বার্থ রক্ষায় ভূমিকা নেবেন নাকি নিজস্ব কতগুলো এজেন্ডা আছে সেগুলো বাস্তবায়নে সময়ক্ষেপন করছেন?
আমরা মনে করি অবাধ, সুষ্ঠ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার ও ২০২৪ এর জুলাই আগস্ট এর হত্যাযজ্ঞের বিচারের কাজ সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব।’
প্রিন্স আরও বলেন, ‘এপ্রিল মাস নির্বাচনের জন্য মোটেই উপযুক্ত নয়। বরং সময় দীর্ঘায়িত হলে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি ভূরাজনৈতিক কারণে দেশের ওপরে আধিপত্য বিস্তার করতে চাইবে। রাখাইনে কোরিডর ও বন্দর লিজ দেওয়ার বিষয়ে সরকার যে কার্যক্রম পরিচালনা করতে চাইছে তা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।’
তিনি বলেন, ‘সরকার দেশের এই স্বার্থ বিরোধী কাজ থেকে পিছু না হঠলে আগামী ২৭ ও ২৮ শে জুন ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে দেশপ্রেমিক গণতান্ত্রিক জনগণকে সঙ্গে নিয়ে রোডমার্চ কর্মসূচি পালন করা হবে। দেশের বিভিন্ন স্থানে দখলদারিত্ব, মব সন্ত্রাসে উদ্বেগ প্রকাশ করে এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানাই।’
সিপিবির এই নেতা বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন সমাজ করা। সিপিবি সেই লক্ষ্য অর্জনে সংগ্রাম করে যাচ্ছে। আগামীতে নীতি-নিষ্ঠ অবস্থানে থেকে সেই সংগ্রামকেই অগ্রসর করে নেবে। সারাদেশে অতীতে উন্নয়নের নামে লুটপাট পরিচালিত হয়েছে এবং বিভিন্ন জায়গায় অসম উন্নয়ন হয়েছে। দক্ষিণ অঞ্চলে এই অসম উন্নয়নের বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তুলতে হবে।’
তিনি বলেন, ‘পদ্মা সেতু এপার ওপারের বন্ধন দৃঢ় করেছে। কিন্তু সাধারণ জনগনের বন্ধন দৃঢ় করতে গেলে এ অঞ্চলে পরিবেশবান্ধব উন্নয়ন, শিল্প উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সমবন্টন নিশ্চিত করতে হবে। দেশে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হলে সিপিবি বামপন্থী ও প্রগতিশীল অন্যান্য দল ও ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে বিকল্পশক্তির সমাবেশ গড়ে তুলে ৩০০ আসনে নির্বাচনে অংশ নেবে।’
প্রিন্স আরও বলেন, ‘খুলনা সব আসনে অবশ্যই সিপিবি বা বাম গণতান্ত্রিক শক্তির প্রার্থী থাকবে। দেশ ও দেশের মানুষ বাঁচাতে নিতীনিষ্ঠ রাজনৈতিক শক্তির পতাকাতলে সচেতন দেশবাসীকে সমবেত হতে হবে। খারাপ শক্তিকে সব সময় ‘না’ বলতে হবে।’
সিপিবি খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় অন্যানের মধ্যে সিপিবির খুলনা জেলার সাধারণ সম্পাদক এস এ রশিদ, খুলনা মহানগর সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, মিজানুর রহমান বাবু, মহানগর কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, মোস্তাফিজুর রহমান রাসেল, রঙ্গলাল মূধা, কিংশুক রায়, সৈয়দ লুৎফুল হক মিঠু, রিয়াসাত আলী রিয়াজসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।