উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় অনুষ্ঠান বাতিল করলেন সালমান খান
ভারতের গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। যাত্রী ও ক্রু মিলিয়ে উড়োজাহাজে থাকা ২৪২ জনেরই নিহতের শঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন বলিউডের বহু তারকা। বলিউড সুপারস্টার সালমান খানও এ ঘটনায় নিলেন বড় সিদ্ধান্ত।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইয়ে একটি নামকরা ব্র্যান্ডের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল সালমান খানের। তবে অহমেদাবাদের এই দুর্ঘটনার পরে শোকাহত সালমান ওই অনুষ্ঠান বাতিল করেছেন। তাই অনুষ্ঠানটিও বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠানের আয়োজকের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা এই মুহূর্তে দেশের সঙ্গে রয়েছি।” তবে সালমানের তরফ থেকে এখনো কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
অক্ষয় কুমার, সানি দেওল, জাহ্নবী কাপুর, পরিণীতি চোপড়া, রিতেশ দেশমুখসহ বলিউডের আরও অনেকেই এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখপ্রকাশ করেছেন।
উল্লেখ্য, এআই-১৭১ নম্বরের এই বিমানটি আজ স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে অহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যায়। ওড়ার কিছু ক্ষণের মধ্যেই লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। এরপর তাতে আগুন ধরে যায়। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট