‘সহসাই রাজনীতির কালোমেঘ কেটে যাবে, তারেক রহমান দেশে ফিরবেন’
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘সহসাই রজানীতির কালো মেঘ কেটে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।’
আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত-আহতদের পরিবারকে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘নিহতদের প্রাণ ফিরিয়ে দিতে পারব না। যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের সুস্থ করতে পারব না। তাদের পাশে থেকে সহায়তা করতে পারব।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘বিএনপির সমর্থনে জুলাই বিপ্লবের বিজয় অর্জিত হয়েছে। পলাতক সরকারের নির্যাতনে সাড়া দেশে শতশত নিহত হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা হতাহত পরিবারের পাশে থেকে তাদের খোঁজ খবর রাখছি।’
সহায়তা প্রদানের পর ডা. জাহিদ উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে কারাগারে মৃত্যুবরণ করা বিএনপি নেতা আসাদুজ্জামান ওরফে হিরা খানের কবর জিয়ারত করেন। তার পরিবারের খোঁজ-খবর নেন তিনি। এ ছাড়া আসাদুজ্জাসন হিরার পরিবারের হাতে অর্থ সহায়তা তুলেদেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এ সময় উপস্থিত ছিলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা এস এম রুহুল আমিন,আলহাজ মো. সিরাজ উদ্দিন কাঁইয়া, মো. আ. মোতালেব, মো. শাজাহান ফকির, মো. হুমায়ুন কবির সরকার, মো. বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মাহফুল হাসান হান্নান প্রমুখ।