কেন্দুয়ায় বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
১২ জুন ২০২৫, ১৪:৪০
শেয়ার :
কেন্দুয়ায় বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত

নেত্রকোনার কেন্দুয়া পৌরসভাধীন দিগদাইর গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে উভয় পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হয়েছেন।

গতকাল বুধবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে দিগদাইর গ্রামের মোশারফ হোসেন, বাবুল মিয়া, জিয়া, হৃদয়, মনোয়ার, শুভ, সামছুল হক, স্বপন মিয়া, জাহাঙ্গীর আলম, মাজহারুল হক, নভেল, বাবলু, রিফাত, সবুজ, আঞ্জু মিয়া, মাসুদ, রাসেল ভুঁইয়া, আবুল হাসেম ভুঁইয়া, কাজী আব্দুল্লাহ, কাজী শাহাবুদ্দিন, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, কাজীমোস্তাকিম, খোকন মিয়া, আ: হক, আরিফুল হক, মানিক মিয়া, কাজী হিমন, রুমন, কাজী মুরসালিন, ওলীউল্লাহ, ঝর্না আকতারসহ আঠারবাড়ি গ্রামের আক্কাস মিয়া চিকিৎসা নেন এবং গুরুতর আহত দিগদাইর গ্রামের কাজী আব্দুল হক, দেলোয়ার হোসেন,কাজী জাকির ও কাজী ফজল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

গ্রামবাসী সূত্রে জানা যায়, দিগদাইর পূর্বপাড়া গ্রামের মৃত উছমান গণীর পুত্র আরিফ মিয়াদের সঙ্গে পার্শ্ববর্তী আব্দুল হামিদ গংদের জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যার একটু আগে এই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় আত্মীয় সূত্রে আব্দুল হামিদের পক্ষে একই গ্রামের নূরুল হক গং ও আরিফুলের পক্ষে কাজী শহীদুল্লার লোকজনসহ উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাখানেক চলা সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হন। 

কেন্দুয়া থানা পুলিশ পরিদর্শ (তদন্ত) ওমর কাইয়ূম জানান, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।