আজ টিভিতে ‘উড়া ধুড়া গোল্ড কাপ’

বিনোদন ডেস্ক
১২ জুন ২০২৫, ১৪:৩৭
শেয়ার :
আজ টিভিতে ‘উড়া ধুড়া গোল্ড কাপ’

রূপাতলি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি গ্রাম। এখানকার মানুষ এখনও বেশ সহজ-সরল। এখানে প্রযুক্তির ছোঁয়া অধিকাংশ গ্রামে নেই বললেই চলে। এই গ্রামের তিন সূর্য সন্তানের নাম মুন্না, হিরা ও পান্না। এই তিনজনের নেতৃত্বে এলাকায় একটা স্পোর্টস ক্লাব গড়ে উঠেছে। নাম ‘উড়া-ধুড়া স্পোর্টস ক্লাব’। নামে স্পোর্টস ক্লাব হলেও এরা কিন্তু মোটামুটি সব কার্যক্রমের সাথেই থাকে, এতেই ঘটে যত অঘটন।

এমনই এক মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘উড়া ধুড়া গোল্ড কাপ’। জুবায়ের ইবনে বকরের রচনায় এটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। আর এতে প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম ও তানজিম হাসান অনিক।

নাটকের তিন চরিত্র প্রসঙ্গে নির্মাতা জানান, এই তিন জনের মধ্যে সবচাইতে বয়সে বড় মুন্না, নিজেকে ব্যাপক জ্ঞানী মনে করে। আসলে তার মধ্যে ‘গ’ও নাই। মাঝ বয়সী হিরা। এলাকার সবচাইতে রূপবান পুরুষ মনে করে নিজেকে, এজন্য সে আবার ঢাকা থেকে প্রায়ই নানা উপটান, চন্দন এগুলো আনায় আর মুখে দিয়ে ঘুরে বেড়ায়। পান্না এদের মধ্যে সবচাইতে ছোট। এমনিতে সে খুব ভালো কিন্তু বাবা একদম মেপে হাতখরচ দেয় বলে মাঝে মাঝে হালকা চুরির অভ্যাস আছে!

একদিন ক্লাবের মিটিং-এ সিদ্ধান্ত হয় একটা ফুটবল টুর্নামেন্ট ছাড়ার। তুমুল আগ্রহে শুরু হয় ‘উড়া-ধুড়া গোল্ড কাপ’। এরপর ঘটতে থাকে নানান ঘটনা।

নির্মাতা জানান, ‘উড়া ধুড়া গোল্ড কাপ’ প্রচার হবে আজ বৃহস্পতিবার সন্ধ্যায়, আরটিভিতে।