ঘুমের মধ্যেই কুড়ালের আঘাতে প্রাণ গেল ব্যবসায়ীর
লালমনিরহাট আদিতমারীতে মানসিক প্রতিবন্ধী যুবক হাফিজুল ইসলামের কুড়ালের আঘাতে কামাল হোসেন (৪৪) নামে স্থানীয় এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার বিকেলে আদিতমারী উপজেলার তালুক দুলালী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে গরু ব্যবসায়ী কামাল হোসেন বাড়ির পাশে গরমের জন্য বাঁশঝাড়ের নিচে বাঁশের তৈরি চাংড়ায় শুয়ে ছিলেন। এ সময় প্রতিবেশী মানসিক প্রতিবন্ধী যুবক হাফিজুল ইসলাম হঠাৎ কুড়াল দিয়ে তার মাথার বিভিন্ন জায়গায় আঘাত করেন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কামাল হোসেনকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অভিযুক্ত হাফিজুল ইসলাম পালিয়ে গেলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা কুদ্দুস আলীকে আটক করা হয়েছে।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।