দিল্লিতে হঠাৎ রেড অ্যালার্ট জারি
তীব্র গরমে ভারতের রাজধানী দিল্লিতে হঠাৎ রেড অ্যালার্ট জারি করা হয়েছে। গতকাল বুধবার থেকে হিট ইনডেক্সে তাপমাত্রা ৫১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোয় এই সতর্কতা জারি করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) বলেছে, রাজধানী দিল্লিতে তীব্র তাপপ্রবাহ চলছে। পূর্বাভাস অনুযায়ী, এই ভয়াবহ তাপপ্রবাহের ধারা অব্যাহত থাকবে আগামী ১৩ জুন পর্যন্ত।
সংবাদমাধ্যমটি বলছে, শহরের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৪০ দশমিক ৯ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এর সঙ্গে আর্দ্রতা যোগ হয়ে তৈরি হওয়া হিট ইনডেক্স (গরমের অনুভূতি) এক লাফে পৌঁছেছে ৫১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে, যা অত্যন্ত বিপজ্জনক।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে ভারতের রাজধানীতে সবচেয়ে বেশি গরম ছিল আয়ানগরে, সেখানে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে পালামে ৪৪ দশমিক ৫, রিজে ৪৩ দশমিক ৬, পিতমপুরায় ৪৩ দশমিক ৫, লোদি রোডে ৪৩ দশমিক ৪, ময়ূর বিহারে ৪০ দশমিক ৯ এবং সফদরজংয়ে ৪৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছিল।
আবহাওয়া বিভাগের বলছে, ১৩ জুন পর্যন্ত এই ভয়াবহ গরমের ধারা অব্যাহত থাকবে। এরপর একটি পশ্চিমী ঝড় উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করতে পারে, যা দিল্লিতে হালকা বৃষ্টি ও বজ্রপাত নিয়ে আসতে পারে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস