শ্রীলঙ্কায় কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের সিলভার ও ব্রোঞ্জ অর্জন

রাজবাড়ী প্রতিনিধি
১২ জুন ২০২৫, ১০:০২
শেয়ার :
শ্রীলঙ্কায় কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের সিলভার ও ব্রোঞ্জ অর্জন

শ্রীলঙ্কার সুককাই সিতোরিউ কারাতের এসোসিয়েশনের উদ্যোগে শ্রীলঙ্কার রাজধানীর কলম্বতে ১৫তম সুককাই সিতোরিউ কারাতের ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

গত রবিবার দেশটির কলম্ব শহরের সুগাথাদাশা ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

কারাতে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ইরান, মালদ্বীপ, নেপালসহ সর্বমোট ৩০০ খেলোয়াড়। বাংলাদেশ থেকে ৬ জনের দল অংশ গ্রহণ করে ৬টি রৌপ্য ও ৪টি তাম্র পদক অর্জন করে। 

রাজবাড়ীর রুমি আক্তার মুন্নী ইন্ডিভিজুয়াল মহিলাদের কাতায় রৌপ্য পদক, ফাইটিংয়ে রৌপ্য পদক, টিম কাতায় রৌপ্য পদক পেয়ে মহিলাদের মধ্যে টুনামেন্ট সেরা খেলোয়াড়ের ট্রফি অর্জন করেন। রুহুল আমিন ফাইটিংয়ে একটি তম্র পদক, আরাফাত লড়াইতে রৌপ্য পদক, রিপন মিয়া টিম কাতায় রৌপ্য, লড়াইতে তাম্র পদক, এম ডি নাহিদ টিম কাতায় রৌপ্য এবং ফাইটিংয়ে রৌপ্য পদক, আবু সুফিয়ান টিম কাতায় রৌপ্য, ফাইটিংয়ে তাম্র পদক পান। এ পদক অর্জনের মাধ্যমে সবাই বাংলাদেশের জাতীয় পতাকার সম্মান বয়ে এনেছেন।  

বাংলাদেশ সুককাই সিতোরিউ কারাতে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. মো. রফিকুল ইসলাম নিউটন বাংলাদেশ কারাতে টিমের সাফল্যে ও অভিনন্দন প্রেরণ করেছেন।