মানুষের ভাগ্য উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
১১ জুন ২০২৫, ২৩:২৩
শেয়ার :
মানুষের ভাগ্য উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: ডা. জাহিদ

মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।

আজ বুধবার দুপুরে ময়মনসিংহের ভালুকায় প্রয়াত সংসদ সদস্য আমান উল্লাহ চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কবর জিয়ারত ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভালুকা বাজার জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর স্থানীয় এলাকায় আয়োজিত স্মরণ সভায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। ডা. জাহিদ হোসেন বলেন, আগামী দিনগুলো হবে কঠিন ও চ্যালেঞ্জিং। রাজনৈতিক বিভেদ ভুলে জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোর্শেদ আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ, সাবেক আহ্বায়ক ও জেলা পাবলিক প্রসিকিউটর আনোয়ার আজিজ টুটুল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুনসহ স্থানীয় রাজনৈতিক নেতা, বিশিষ্টজন এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

ভালুকাবাসী প্রতি বছর গভীর শ্রদ্ধায় স্মরণ করে মরহুম আমান উল্লাহ চৌধুরীকে, যিনি শুধু রাজনীতিবিদই নন, বরং ছিলেন একজন সমাজসেবক ও জনমানুষের নেতা।